Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Army job circular

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ প্রদানের জন্য সারা বাংলাদেশ থেকে নিম্নে উল্লেখিত পদ অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নে বর্ণিত তথ্যের ভিত্তিতে আবেদন করতে আহ্বান করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী
পদ সংখ্যাঃ ৪৩৪ টি
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ joinbangladesharmy.army.mil.bd
আবেদন শুরুঃ ২৩ জানুয়ারি ২০২২
আবেদনের শেষ তারিখঃ ৬ ফেব্রুয়ারি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১.পদের নামঃ সৈনিক পদ
পদ সংখ্যাঃ ৪৩৪ টি
পেশা ও শূন্য পদঃ
কুক ইউনিট- ২৮৫জন
কুক মিস- ৩২ জন
কুক হাসপাতাল- ১ জন
ইকুইপমেন্ট এন্ড বুট রিপিয়ার- ১৫ জন
টেইলার- ৮ জন
ব্যাটসম্যান- ৩৯ জন
কার্পেন্টার- ১৩ জন
পেইন্টার ডেকোরেটর- ২৫ জন
প্রিন্টার- ১৫ জন
কাটিং এন্ড জয়নিং- ১ জন
বেতনঃ বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী
যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি ডিগ্রি।
প্রার্থীর বয়সঃ ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি বাবদ ২০০ টাকা প্রদান করতে হবে। আবেদনের টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন করার সময়সীমা
অনলাইনে আবেদন শুরু ২৩ জানুয়ারি ২০২২ তারিখ এবং আবেদনের সময় শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ। এই নির্ধারিত সময়ের ভেতরে প্রার্থীদের আবেদন করতে হবে।

অনলাইন ও এসএমএস এর মাধ্যমে আবেদনের করার নিয়ম - পুরুষ ও মহিলা।

১ম ধাপ
আগ্রহী প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে আবেদন করতে হবে। এজন্য মোবাইলেরমেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলাে টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস প্রেরণ করতে হবেঃ
প্রথম এসএমএস SAINIK 1ST 3 LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TRADE CODE উদাহরণঃ SAINIK RAJ 245626 2020 14 102 (রাজশাহী বাের্ডের জন্য RAJ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU, কারিগরি শিক্ষা বাের্ডের জন্য TEC ইত্যাদি এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নেবর্ণিত জেলা কোড এবং ক্রমিক-৭’ এ উল্লিখিত ট্রেড কোড অনুযায়ী)।

২য় ধাপ
প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতঃ টেলিটক কর্তৃক যােগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে। পিন নম্বর। প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে ২য় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য, ২য় এসএমএস প্রেরণের সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে এজন্য মােবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকতে হবে।

২য় এসএমএসঃ SAINIK <space> YES <space> PIN <space> NUMBER <space> CONTACT MOBILE NUMBER and send to 16222
উদাহরণঃ SAINIK YES 694575 01xxxxxxxxx and send to 16222

মহিলা প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

৩য় ধাপ
২য় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে টেলিটক থেকে একটি USER ID ও Password প্রদান করা হবে। উক্ত USER ID ও Password দিয়ে sainik.teletalk.com.bd এ লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রবেশপত্র
১। অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না।

২। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানাে হবে।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নিয়োগ ২০২২
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
কুমিল্লা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি

জব সাদৃশ্য ট্যাগ সমূহঃ
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,বাংলাদেশ আর্মি নিয়োগ বিজ্ঞপ্তি, Bangladesh Army job circular 2022, bd job circular 2022, sorkari chakrir khobor, govt job circular 2022, government job circular 2022, army Job Circular 2022, sainik job circular 2022, সরকারি চাকরি,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ