Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Biman Bangladesh Airlines job circular

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৩ টি পদে মোট ৭৪৯ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের আহবান করা হচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পদ সংখ্যাঃ ৭৪৯ টি
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ biman.gov.bd
আবেদন শুরুঃ ১৬ জানুয়ারি ২০২২
আবেদনের শেষ তারিখঃ ০৬ ফেব্রুয়ারি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১.(ক) পদের নামঃ সিষ্টেম ইন্জিনিয়ার
বিভাগঃ স্ট্রাকচার/ এয়ারফ্রেম/ প্রপালশন/ ইঞ্জিনিয়ার অফিসার কোয়ালিটি অ্যাসুরেন্স/ প্ল্যানিং ইঞ্জিনিয়ার
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ১২ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

(খ) পদের নামঃ সিষ্টেম ইন্জিনিয়ার
বিভাগঃ ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট/ ইঞ্জিনিয়ার অফিসার কোয়ালিটি অ্যাসুরেন্স/ প্ল্যানিং ইঞ্জিনিয়ার
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৯ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

(গ) পদের নামঃ মেট্রলজিস্ট
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৪ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

২.(ক) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ
বিভাগঃ এয়ারফ্রেম/ স্ট্রাকচার/ ইঞ্জিন
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

(খ) পদের নামঃ সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ
বিভাগঃ ইলেকট্রিক্যাল/ ইন্সট্রুমেন্ট/ রেডিও রাডার
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৩ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৩.(ক) পদের নামঃ ম্যানেজার কর্পোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং
বিভাগঃ এয়ারফ্রেম/ স্ট্রাকচার/ ইঞ্জিন
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৪ টি
যোগ্যতাঃ চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৪.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল)
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ২৫ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৫.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/ কোর্ট অ্যাফেয়ার্স
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৩ টি
যোগ্যতাঃ এলএলবি ডিগ্রিধারী।

৬.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ১ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৭.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একাউন্টস
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ৫ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৮.পদের নামঃ মেডিকেল অফিসার
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ১ টি
যোগ্যতাঃ এমবিবিএস ডিগ্রিধারী।

৯.পদের নামঃ সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/ কার্গো সেলস)
বেতনঃ ২৬৫০০-৫৭৯৫০ টাকা
পদ সংখ্যাঃ ১ টি
যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

১০.পদের নামঃ এয়ারক্রাফট মেকানিক (মেইনটেনেন্স/ শপ)
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৩০ টি
যোগ্যতাঃ এয়ারক্রাফট টারবাইন/ এভিয়েশন কোর্স সম্পন্ন ডিগ্রী।

১১.পদের নামঃ জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৩ টি
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস।

১২.পদের নামঃ মেটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট)
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ১০ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৩.পদের নামঃ প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৭ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৪.পদের নামঃ গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ১০০ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৫.পদের নামঃ কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৩০ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৬.পদের নামঃ একাউন্টস অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ১০ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৭.পদের নামঃ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ১৪ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৮.পদের নামঃ এডমিন অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ২০ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৯.পদের নামঃ অডিট অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৫ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

২০.পদের নামঃ শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ৪ টি
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

২১.পদের নামঃ প্রি-প্রেস অ্যাসিস্ট্যান্ট
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রী।

২২.পদের নামঃ জুনিয়র এয়ারকন মেকানিক
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ১ টি
যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রী

২৩.পদের নামঃ জুনিয়র ওয়েটার জিএসসি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ এইচএসসি/ সমমান।

২৪.পদের নামঃ জুনিয়র পেইন্টার জিএসসি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ এইচএসসি/ সমমান।

২৫.পদের নামঃ জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ২ টি
যোগ্যতাঃ এসএসসি/ সমমান।

২৬.পদের নামঃ জুনিয়র এমটি মেকানিক
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ৯ টি
যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রী।

২৭.পদের নামঃ জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ১৯ টি
যোগ্যতাঃ এইচএসসি/ সমমান।

২৮.পদের নামঃ জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ১৭ টি
যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি।

২৯.পদের নামঃ জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ১০ টি
যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি।

৩০.পদের নামঃ এমটি অপারেটর (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ৪০ টি
যোগ্যতাঃ এসএসসি/ সমমান।

৩১.পদের নামঃ জুসিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ১০০ টি
যোগ্যতাঃ এসএসসি/ সমমান।

৩২.পদের নামঃ কার্গো হেলপার/ ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ২০০ টি
যোগ্যতাঃ এসএসসি/ সমমান।

৩৩.পদের নামঃ এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল)
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
পদ সংখ্যাঃ ৪০ টি
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।

প্রার্থীর বয়স
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফ্লাইট ডাটা মনিটরিং/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগাল অ্যাফেয়ার্স/ কোর্ট অ্যাফেয়ার্স, মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা ১৬ জানুয়ারি ২০২২ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর। অন্যান্য সকল পদের জন্য বয়স সীমা ১৬ জানুয়ারি ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ বছর ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের সময়সীমা ও আবেদন করার পদ্ধতি
প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে প্রার্থীকে এই ওয়েবসাইট (bbal.teletalk.com.bd) গিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ করে সাবমিট করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ সময় ০৬ ই ফেব্রুয়ারি ২০২২ ইং বিকেল ১২.০০ টা পর্যন্ত।

আবেদন ফি
ক্রমিক নং ১ থেকে ৯ নং পদের আবেদন ফি ৫৬০ টাকা, ক্রমিক নং ১০ থেকে ২৬ নং পদের আবেদন ফি ৩৩৬ টাকা, ক্রমিক নং ৩১ থেকে ৩৩ নং পদের আবেদন ফি ১১২ টাকা। আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এই আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।

অন্যান্য শর্তাবলী
👉 উপরোক্ত পদ সমূহের মধ্যে ক্রমিক নং ১ থেকে ২৬ পর্যন্ত পদ সমূহের নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক তিন বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে স্থায়ীকরণ করা হবে।
👉 উপরোক্ত পদ সমূহের মধ্যে ক্রমিক নং ২৭ থেকে ৩৩ পর্যন্ত পদ সমূহের নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে শর্তসাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
কর কমিশনারের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
ডিসি অফিস গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জব সাদৃশ্য ট্যাগ সমূহঃ
বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, bbal job circular 2022, biman bangladesh airlines job circular 2022, Hazrat Shahjalal international Airport job circular 2022, sorkari chakrir khobor, govt job circular 2022, government job circular 2022, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, bbal.teletalk.com.bd, Bangladesh Airport Job Circular 2022, Biman Bangladesh Job Circular 2022, Dhaka airport Job Circular 2022

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ