Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

৩৬৩ পদে বিআইডব্লিউটিএ তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BIWTA Job Circular

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ তে বিভিন্ন পদে মোট ৩৬৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। পদের পাশে উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র করতে আহবান করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
পদ সংখ্যাঃ ৩৬৩
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ jobsbiwta.gov.bd
আবেদন শুরুঃ ২৯ মার্চ ২০২২
আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২২


বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ


১। পদের নামঃ তড়িৎ প্রকৌশলী
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা
গ্রেডঃ ৬
বয়সঃ ২৭ হতে ৪০ বছর
যোগ্যতাঃ তড়িৎ প্রকৌশলে স্নাতক/ সমমানের ডিগ্রী।

২। পদের নামঃ সরকারি নৌ স্থপতি এবং প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ নৌ স্থাপত্য এবং নৌ-প্রকৌশল এ স্নাতক ডিগ্রী।

৩। পদের নামঃ সরকারি নৌ প্রকৌশলী, সহকারি যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মেকানিক্যাল/ মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী।

৪। পদের নামঃ সহকারি প্রকৌশলী
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ পুর প্রকৌশল অথবা পানি সম্পদে স্নাতক ডিগ্রী।

৫। পদের নামঃ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ স্নাতক পর্যায়ে অংক সহ হাইড্রোগ্রাফিক/ ওসানোগ্রাফি তে স্নাতক ডিগ্রী।

৬। পদের নামঃ সহকারি তড়িৎ প্রকৌশলী (ডেকা চেইন)
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ ইলেকট্রনিক্স ইলেকট্রিকালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

৭। পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিএসই)
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ তড়িৎ/ কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রী।

৮। পদের নামঃ কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ গণিতসহ বিএ ডিগ্রী অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রী।

৯। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (পুর প্রকৌশল)
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ পুর প্রকৌশলে ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে।

১০। পদের নামঃ সহকারি কারিগরি কর্মকর্তা
পদ সংখ্যাঃ ১২ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা।

১১। পদের নামঃ তত্ত্বাবধায়ক (তড়িৎ), কারিগরি সহকারি (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)
পদ সংখ্যাঃ ৭ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১ হতে ৩৫ বছর
যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স এ ডিপ্লোমাধারী হতে হবে।

১২। পদের নামঃ কারিগরি সহকারি
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সাব ওভারশিয়ার সার্ভে ফাইনাল পাস।

১৩। পদের নামঃ কারিগরি সহকারি (মেরিন/ ডিজেল/ জাহাজ নির্মাণ/ মেকানিক্যাল)
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৪। পদের নামঃ কারিগরি সহকারি (তড়িৎ)
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ সংশ্লিষ্ট দুই বছর মেয়াদী কোর্স পাস।

১৫। পদের নামঃ তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারি ও সহকারি
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১৬। পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেডঃ ১৩
বয়সঃ ২১ হতে ৩০ বছর
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী।

১৭। পদের নামঃ ড্রাইভার-৩
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ তৃতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার হিসেবে কম্পিটেন্সি সার্টিফিকেট ধারী হতে হবে।

১৮। পদের নামঃ ওয়েন্ডার
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা।

১৯। পদের নামঃ মোটর মেকানিক/ ডিজেল মেকানিক/ মেকানিক
পদ সংখ্যাঃ ১৫ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ ৪ মাস মেয়াদী কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

২০। পদের নামঃ ইলেকট্রিক মেকানিক/ ইলেকট্রিশিয়ান (জাহাজ)
পদ সংখ্যাঃ ১০ ট
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে।

২১। পদের নামঃ গ্রীজার
পদ সংখ্যাঃ ৬১ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৭
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

২২। পদের নামঃ লস্কর
পদ সংখ্যাঃ ৭৩ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা মাধ্যমিক পাস।

২৩। পদের নামঃ ভান্ডারী
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক পাস সহ খাদ্য পাক করার অভিজ্ঞতা থাকতে হবে।

২৪। পদের নামঃ তোপাষ
পদ সংখ্যাঃ ৩০ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
বয়সঃ ১৮ হতে ৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

প্রার্থীর বয়স
উল্লেখিত বয়স ১ এপ্রিল ২০২২ তারিখ অনুযায়ী হতে হবে।

আবেদন করার সময়সীমা
অনলাইনে আবেদন শুরু ২৯ মার্চ ২০২২ সকাল ১০.০০ টা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২২ বিকাল ৫.০০ টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ১ থেকে ১১ নং পদের জন্য সর্বসাকুল্যে ৩২০ টাকা, ১২-২৪ নং পদের জন্য সর্বসাকুল্যে ২১৫ টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে বিআইডব্লিউটিএ’র বিলার আইডি নং- ৪২২ তে প্রদান করতে হবে।

আবেদন করার পদ্ধতি
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর আবেদনের ওয়েবসাইটে (jobsbiwta.gov.bd) এ গিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
আকিজ রিসোর্সেস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ