Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

৮৭ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BIWTA Job Circular

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ তে বিভিন্ন পদে মোট ৮৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। পদের পাশে উল্লেখিত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র করতে আহবান করা হচ্ছে।

৮৭ পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
পদ সংখ্যাঃ ৮৭
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ jobsbiwta.gov.bd
আবেদন শুরুঃ ২০ মে ২০২২
আবেদনের শেষ তারিখঃ ৩১ মে ২০২২

বিআইডব্লিউটিএ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ


১। পদের নামঃ কনিষ্ট সহকারি নৌ-সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক/ থার্ড অফিসার
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১-৪০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক পাস সহ জাহাজে ৪ বছরের কাজের অভিজ্ঞতা এবং ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট।

২। পদের নামঃ সহকারি ইকো সাউন্ডার প্রকৌশলী/ সহকারি যন্ত্র প্রকৌশলী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১-৩৫ বছর
যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

৩। পদের নামঃ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১-৩৫ বছর
যোগ্যতাঃ স্নাতক পর্যায়ে অঙ্কন সহ হাইড্রোগ্রাফি/ ওশানোগ্রাফি স্নাতক অথবা পদার্থ রসায়ন গণিত ভূগোল এ স্নাতকোত্তর।

৪। পদের নামঃ সহকারি পরিচালক
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১-৩০ বছর
যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

৫। পদের নামঃ সহকারি পরিচালক (মেরিন সেফটি)
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেডঃ ৯
বয়সঃ ২১-৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক পর্যায়ে অংক সহ হাইড্রোগ্রাফিক/ ওসানোগ্রাফি তে স্নাতক ডিগ্রী।

৬। পদের নামঃ প্রশিক্ষক (ডেকা), ডিইপিটিসি
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১-৩৫ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক ডিগ্রী।

৭। পদের নামঃ কনিষ্ঠ নদী জরিপকারী
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০ টাকা
গ্রেডঃ ১০
বয়সঃ ২১-৩০ বছর
যোগ্যতাঃ গণিতসহ বিএ ডিগ্রী অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রী।


৮। পদের নামঃ তত্ত্বাবধায়ক কাম-রক্ষণাবেক্ষণকারী/ গুদাম সহকারী ও সহকারি
পদ সংখ্যাঃ ১৩ টি
বেতনঃ ১১৩০০-২৭৩০০ টাকা
গ্রেডঃ ১২
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

৯। পদের নামঃ সহকারি এবং কোষাধ্যক্ষ
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১১
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

১০।পদের নামঃ ওয়েন্ডার
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ১১৩০০-২৭৩০০ টাকা
গ্রেডঃ ১২
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ এসএসসি সহ ওয়েল্ডিং কাজের অভিজ্ঞতা।

১১। পদের নামঃ নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১১৩০০-২৭৩০০ টাকা
গ্রেডঃ ১২
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রি।

১২। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রি।

১৩। পদের নামঃ গ্রীজার
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৭
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

১৪। পদের নামঃ লস্কর
পদ সংখ্যাঃ ৪১ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা মাধ্যমিক পাস।

১৫। পদের নামঃ তোপাষ
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

১৬। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রি।

১৭। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যাঃ৩ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
বয়সঃ ১৮-৩০ বছর
যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।

প্রার্থীর বয়স

উল্লেখিত বয়স ১ মে ২০২২ তারিখ অনুযায়ী হতে হবে। মুক্তিযুদ্ধের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করার সময়সীমা

অনলাইনে আবেদন শুরু ২০ মে ২০২২ সকাল ১০.০০ টা এবং আবেদন গ্রহণের শেষ তারিখ ৩১ মে ২০২২ বিকাল ৫.০০ টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।


আবেদন ফি

আবেদন ফি বাবদ প্রার্থীকে ১ থেকে ৭ নং পদের জন্য সর্বসাকুল্যে ৩২০ টাকা, ৮-১৭ নং পদের জন্য সর্বসাকুল্যে ২১৫ টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে বিআইডব্লিউটিএ এর বিলার আইডি নং- ৪২২ তে প্রদান করতে হবে।

আবেদন করার পদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর আবেদনের ওয়েবসাইটে (jobsbiwta.gov.bd) এ গিয়ে আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
সিলেট জেলা প্রশাসক নিয়োগ বিজ্ঞপ্তি
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি
বাসাইল পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ