Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

৩৭৪ পদে বিমান বাহিনীর সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বেসামরিক পদ) | Bangladesh Air Force job circular

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (অসামরিক পদ)


বাংলাদেশ বিমান বাহিনী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে ৩৭৪ জনকে (১৪-২০ গ্রেডে) নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

৩৭৪ পদে বিমান বাহিনীর সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বেসামরিক পদ)

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ বিমান বাহিনী
আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ baf.mil.bd
আবেদন শুরুঃ ২৬ জুন ২০২২
আবেদনের শেষ তারিখঃ ১৮ জুলাই ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

১। পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।

২। পদের নামঃ গবেষণাগার সহকারি
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেডঃ ১৪
যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।

৩। পদের নামঃ নকশাকার
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।


৪। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২০ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৫। পদের নামঃ স্টোরম্যান
পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৬। পদের নামঃ মিডওয়াইফ
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৭। পদের নামঃ ফায়ার ফাইটার
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৮। পদের নামঃ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার
পদ সংখ্যাঃ ১৯ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

৯। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)
পদ সংখ্যাঃ ৭ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১০। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।


১১। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১২। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (ওয়ারলেস ফিটার)
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৩। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (ইন্সট্রুমেন্ট ফিটার)
পদ সংখ্যাঃ ৭ টি
বেতনঃ ৯৭০০-২৩৪৯০ টাকা
গ্রেডঃ ১৫
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৪। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৫। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (আর্মমেন্ট মেকানিক)
পদ সংখ্যাঃ ৪ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৬। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (জেনারেটর মেকানিক)
পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৭। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)
পদ সংখ্যাঃ ১১ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৮। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রানস্পর্ট মেকানিক)
পদ সংখ্যাঃ ২৬ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

১৯। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (ওয়ারলেস মেকানিক)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২০। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (ইন্সট্রুমেন্ট মেকানিক)
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

২১। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)
পদ সংখ্যাঃ ৯ টি

২২। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার)
পদ সংখ্যাঃ ৮ টি

২৩। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ ( প্রিন্টার)
পদ সংখ্যাঃ ৮ টি


২৪। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)
পদ সংখ্যাঃ ৫ টি

২৫। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)
পদ সংখ্যাঃ ২ টি

২৬। পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফেম মেকানিক)
পদ সংখ্যাঃ ২ টি

২৭। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ২৪ টি

২৮। পদের নামঃ লস্কর
পদ সংখ্যাঃ ৪২ টি

২৯। পদের নামঃ বাবুর্চি
পদ সংখ্যাঃ ২৫ টি

৩০। পদের নামঃ লস্কর এন্টি ম্যালেরিয়া
পদ সংখ্যাঃ ৬ টি

৩১। পদের নামঃ লস্কর এয়ারক্রাফট
পদ সংখ্যাঃ ৪ টি

৩২। পদের নামঃ মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার
পদ সংখ্যাঃ ১০ টি

৩৩। পদের নামঃ লস্কর পোর্ট মার্কার
পদ সংখ্যাঃ ১ টি

৩৪। পদের নামঃ মেসওয়েটার
পদ সংখ্যাঃ ১৭ টি

৩৫। পদের নামঃ লস্কর বার্ডশুটার
পদ সংখ্যাঃ ৩ টি

৩৬। পদের নামঃ ওয়াচম্যান
পদ সংখ্যাঃ ৪ টি

৩৭। পদের নামঃ লস্কর ওয়ার্ড বয়
পদ সংখ্যাঃ ১ টি

৩৮। পদের নামঃ ওয়াসার আপ
পদ সংখ্যাঃ ১৬ টি

৩৯। পদের নামঃ মালি
পদ সংখ্যাঃ ১০ টি

৪০। পদের নামঃ ওয়াটার ক্যারিয়ার
পদ সংখ্যাঃ ৩ টি

৪১। পদের নামঃ আয়া
পদ সংখ্যাঃ ১ টি

৪২। পদের নামঃ পরিছন্নতা কর্মী
পদ সংখ্যাঃ ১৪ টি

৪৩। পদের নামঃ নস্কর ফায়ার
পদ সংখ্যাঃ ৮ টি

প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২৬ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ২৬ জুন ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন শেষ হবে ১৮ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫.০০ টায়।


আবেদন করার পদ্ধতি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ বিমান বাহিনীর আবেদনের ওয়েবসাইটে (joinairforce.civbaf.mil.bd) গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে ১-২৬ নং পদের জন্য ১০০ টাকা এবং ২৭-৪৩ নং পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। এই টাকা টেলিটক সিম /মোবাইল ব্যাংকিং/ ডেবিট কার্ড সহ অন্যান্য মাধ্যমে প্রদান করা যাবে।

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি
বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ