Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

২৩৯ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Bangladesh Army Job Circular

বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২


বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে ১১ তম হতে ২০ তম গ্রেডে মোট ২৩৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

২৩৯ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সেনাবাহিনী
পদ সংখ্যাঃ ২৩৯ টি
আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগত
অফিশিয়াল ওয়েবসাইটঃ army.mil.bd
আবেদন শুরুঃ ২ জুন ২০২২
আবেদনের শেষ তারিখঃ ২৮ জুন ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ

মালি- ৪, আয়া- ১, ধোপা- ১, সহিস- ২, ফিটার- ১, টার্নার- ১, প্যাকার- ১,

ভিউয়ার- ১, টিনস্মিথ- ১, ওয়ার্ড বয়- ১, টেইলার- ২, পেইন্টার- ৪,

স্টোরম্যান- ৬, ফায়ার ক্র- ১, ব্ল্যাক স্মিথ- ১, কম্পাউন্ডার- ১,


কার্পেন্টার- ২, বুট মেকার- ১, টুল মেকার- ১, ড্রাফটসম্যান- ১, ইএন্ডবিআর- ১,

ফায়ারম্যান- ১, কম্পোজিটর- ১, ইম্পোজিটর- ১, এসএএসআই- ১,

সুপারভাইজার- ১, হেড মেকানিক- ১, আপহোল্ডস্টার- ১, মেসওয়েটার- ৩৪,


ইন্সেমিনেটর- ১, সহকারি বাবুর্চি- ১০, অফিস করণিক- ২৭, নিরাপত্তা প্রহরী- ১২,

সাইকেল ফিটার- ১, সহকারি প্যাকার- ১, ব্ল্যাক স্মিথ (স্কিন্ডা)- ১, জিসি’স- ৩,

চার্জ হ্যান্ড মেকানিক- ১, শ্রমিক- ২৭, একচেঞ্জ অপারেটর- ৫, হসপিটাল অর্ডারলি- ১,


বেঞ্চ ফিটার- ৩, মেশিনিস্ট (এসএস-১)- ১, মেশিনিস্ট (এসএস-২)- ১, ব্ল্যাক স্মিথ- ১,

ল্যাবরেটরি এটেনডেন্ট- ১, মেইনটেনেন্স টেকনিশিয়ান- ১, আপহোল্ডার (এইচএস-১)- ১,


শিক্ষাগত যোগ্যতাঃ পদ ভেদে প্রার্থীকে অষ্টম শ্রেণী পাস/ মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রিধারী হতে হবে।

প্রার্থীর বেতনঃ পদ ভেদে প্রার্থীর বেতন ১১ তম হতে ২০ তম গ্রেডে হবে।

প্রার্থীর বয়স
প্রার্থীর বয়স ২৮ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি
প্রার্থীকে আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে। এই টাকা সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে ব্যাংক ড্রাফ্ট/ পে অর্ডার প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে ১০ টাকার ডাকটিকিট লাগানো নিজ ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম প্রেরণ করতে হবে।


আবেদন করার পদ্ধতি
প্রার্থীকে নির্ধারিত ফরমে ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন ফরম টি বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।


আবেদন ফরমের সাথে প্রার্থীর সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন কমিশনার, কাউন্সিলর হতে নাগরিকত্ব সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র পদের বিপরীতে উল্লিখিত ঠিকানায় আগামী ২৮ জুনের ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন pdf

অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তি
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি
করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর নিয়োগ বিজ্ঞপ্তি

অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন

২৩৯ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

২৩৯ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

২৩৯ পদে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ